Header Ads Widget

প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের সেরা উক্তি।

 


প্রেম ও ভালোবাসা নিয়ে জীবনানন্দ দাশের সেরা উক্তিঃ-


১। “তোমায় আমি দেখছি ঘুরেফিরে

দেয়াসিনীর মত শরীরে

খুঁজছ এসে নিজের মনের মানে

কাকে ভালোবেসে যেন- ভালোবাসার মানে।”


২। “তবু তোমাকে ভালোবেসে

মুহূর্তের মধ্যে ফিরে এসে

বুঝেছি অকূলে জেগে রয়

ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়।”


৩। “আমাকে খোঁজো না তুমি বহুদিন-

কতদিন আমিও তোমাকে

খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু –

একই আলো পৃথিবীর পারে

আমরা দুজনে আছি;

পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,

প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়… ”


৪। “সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,

বোলো নাকো কথা ওই যুবকের সাথে;

ফিরে এসো সুরঞ্জনা :

নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;

ফিরে এসো হৃদয়ে আমার;

দূর থেকে দূরে – আরও দূরে

যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর। ”


৫। “মনে হয় শুধু আমি, আর শুধু তুমি

আর ঐ আকাশের পউষ-নীরবতা

রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কত কাল

কহিয়াছি আধো আধো কথা!”


৬। “শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে

বলিলাম: ‘একদিন এমন সময়

আবার আসিয়ো তুমি, আসিবার ইচ্ছা যদি হয়!–

পঁচিশ বছর পরে!”


৭। “ভালবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে,

অবহেলা করে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে,

ঘৃণা করে দেখিয়াছি মেয়েমানুষেরে;

আমারে সে ভালবাসিয়াছে,

আসিয়াছে কাছে,

উপেক্ষা সে করেছে আমারে,

ঘৃণা করে চলে গেছে-যখন ডেকেছি বারে বারে

ভালবেসে তারে”।

 

৮। “জ্ঞান হোক প্রেম

-প্রেম শোকাবহ জ্ঞান

হৃদয়ে ধারণ ক’রে সমাজের প্রাণ

অধিক উজ্জ্বল অর্থে

করে নিক অশোক আলোক।”


৯।“এক রাত আর এক দিন সাঙ্গ হলে

পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!

আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে

এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —

সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;”


১০। “হেঁয়ালি রেখো না কিছু মনে;

হৃদয় রয়েছে ব’লে চাতকের মতন আবেগ

হৃদয়ের সত্য উজ্জ্বল কথা নয়,-

যদিও জেগেছে তাতে জলভারানত কোনো মেঘ;

হে প্রেমিক, আত্মরতিমদির কি তুমি?

মেঘ;মেঘ, হৃদয়ঃ হৃদয়, আর মরুভূমি শুধু মরুভূমি..”


১১। “তবু তোমাকে ভালোবেসে

মুহূর্তের মধ্যে ফিরে এসে

বুঝেছি অকূলে জেগে রয়

ঘড়ির সময়ে আর মহাকালে

যেখানেই রাখি এ হৃদয়”


১২। “সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন”


১৩। “তুমি একা! তোমারে কে ভালোবাসে! — তোমারে কি কেউ

বুকে করে রাখে!

জলের আবেগে তুমি চলে যাও —

জলের উচ্ছ্বাসে পিছে ধু ধু জল তোমারে যে ডাকে!


১৪। “আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেলো,

নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে,

একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায়-তারায় উড়িয়ে দিয়ে চলল

একটা দুরন্ত শকুনের মতো।”


১৫। “জ্ঞানের নিকট থেকে ঢের দূরে থাকে ।

অনেক বিদ্যার দান উত্তরাধিকারে পেয়ে তবু

আমাদের এই শতকের

বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু— বেড়ে যায় শুধু;

তবুও কোথাও তার প্রাণ নেই ব’লে অর্থময়

জ্ঞান নেই আজ এই পৃথিবীতে; জ্ঞানের বিহনে প্রেম নেই।”


১৬। “আবার আকাশের অন্ধকার ঘন হয়ে উঠেছে :

আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।

যে আমাকে চিরদিন ভালোবেসেছে

অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,

সেই নারীর মতো

ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।”

 

১৭। “হেঁটে চলি তার পাশে, আমিও বলি না কিছু, কিছুই বলে না সে;

প্রেম ও উদ্বেগ ছাড়া অন্য-এক স্থির আলোচনা

তার মনে; –আমরা অনেক দূর চলে গেছি প্রান্তরের ঘাসে

দ্রোণ ফুল লেগে আছে মেরুন শাড়িতে তার –নিম-আমলকীপাতা

হালকা বাতাসে

চুলের উপরে উড়ে উড়ে পড়ে- মুখে চোখে শরীরের সর্বস্বতা

কঠিন এ সামাজিক মেয়েটিকে দ্বিতীয় প্রকৃতি মনে করে”।


১৮। “কোনো এক রমণীকে ভালোবেসে,

কোনো এক মরকের দেশে গিয়ে জোর পেয়ে,

কোন এক গ্রন্থ প’ড়ে প্রিয় সত্য পেয়ে গেছি ভেবে,

অথবা আরেক সত্য সকলকে দিতে গিয়ে অভিভূত হয়ে,

শরতের পরিষ্কার রাত পেয়ে সব চেয়ে পোষাকী, উজ্জ্বল-

চিন্তা তবু বর্ষারাতে দ্বার থেকে দ্বারে

ভিজে কুকুরের মত গাত্রদাহ ঝাড়ে।

সমাধির ঢের নিচে- নদীর নিকটে সব উঁচু উঁচু গাছের শিকড়

গিয়ে নড়ে”।


১৯। “পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;

পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;

পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে;

আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে ”


২০। “যদি আজ পৃথিবীর ধুলো মাটি কাঁকরে হারাই

যদি আমি চলে যাই

নক্ষত্রের পারে —

জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

তুমি যদি রহিতে দাঁড়ায়ে!

নক্ষত্র সরিয়া যায়, তবু যদি তোমার দু — পায়ে

হারায়ে ফেলিতে পথ — চলার পিপাসা! —

একবার ভালোবেসে —

যদি ভালোবাসিতে চাহিতে তুমি সেই ভালোবাসা”।


ভালোবাসা ও প্রেম নিয়ে জীবনানন্দ দাশের উক্তি এবং কবিতাগুলো মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে যুগ যুগ ধরে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।

জীবনানন্দ দাশের প্রেম উক্তিগুলো বিভিন্ন বাংলা ব্লগ এবং তাঁর রচিত কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ